WestBengalBangla

Oct 18 2023, 12:33

*বেহালা বড়িষা প্লেয়ার্স কর্নারের উদ্বোধনে সস্ত্রীক মহারাজ*


সৌরভ গাঙ্গুলীর পাড়ার পুজো নামে পরিচিত বড়িশা প্লেয়ার্স কর্নারের পুজো। এ বছরও পাড়ার পুজো উদ্বোধন করলেন মহারাজ। সঙ্গে ছিলেন স্ত্রী ডোনা। তাদের এ বছর ৫১ তম বর্ষে পদার্পণ করল এই পুজো। অতীতেও শারদ আনন্দে পাড়ার পুজোয় সক্রিয়ভাবে দেখা গিয়েছে দাদাকে। এ বারও সস্ত্রীক সৌরভ গঙ্গোপাধ্যায়ের উজ্জ্বল উপস্থিতিতে জমজমাট বড়িশা প্লেয়ার্স কর্নারের পুজো। প্রসঙ্গত, প্রতিবছর এই পুজো মণ্ডপে অষ্টমীর দিন বাড়ির সকলের সঙ্গে অঞ্জলি দিতে দেখা যায় দাদাকে। শুধু তাই নয় পুজো মণ্ডপে খোস মেজাজে দেখা যায় দাদাকে।

WestBengalBangla

Oct 18 2023, 12:14

*মন্ত্রী - বিধায়কদের ভাতা বৃদ্ধির বিলে স্বাক্ষর রাজ্যপালের*


 সোমবার দিনভর বিতর্কের রেশ কাটতে না কাটতেই মন্ত্রী - বিধায়কদের ভাতা বৃদ্ধি সংক্রান্ত বিলে সই করলেন রাজ্যপাল। এর ফলে এই বিল নিয়ে আলোচনা ও ভোটভুটিতে কোনও বাধা রইল না। সোমবার বিলে সই না করায় রাজ্যপালের সমালোচনা করেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

তিনি বলেন, ‘রাজ্যপাল সংবিধান মেনে কাজ করছেন না।’প্রসঙ্গত সোমবার মন্ত্রী ও বিধায়কদের বেতনবৃদ্ধি করতে ‘দ্য ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি (মেম্বারস এমোলিউমেন্টস) অ্যামেন্ডমেন্ট বিল ২০২৩’ এবং ‘দ্য ওয়েস্ট বেঙ্গল স্যালারিজ় অ্যান্ড অ্যালাওয়েন্সেস (অ্যামেন্ডমেন্ট) বিল ২০২৩’ পেশ করা হয় বিধানসভায়।কিন্তু তখনও রাজ্যপালের অনুমোদন না-থাকায় তা বিধানসভায় পাস হয়নি।

তবে প্রয়োজনে ফের বিশেষ অধিবেশন ডাকা হতে পারে বলে ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। প্রসঙ্গত , গত সেপ্টেম্বরে বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রী বিধায়কদের বেতন ৪০ হাজার টাকা বৃদ্ধির ঘোষণা করেন।

WestBengalBangla

Oct 18 2023, 08:01

* চতুর্থীর দিন কী হবে যানজট? জানুন আজকের ট্রাফিক আপডেট*


আজ  ১৮ই অক্টোবর দিন বাড়ি থেকে বেরানোর আগেই জেনে নিন কোন কোন রাস্তা বন্ধ থাকবে। কেমন থাকবে রাস্তাঘাটের অবস্থা ? জানিয়ে দিলো লালাবাজার ট্রাফিক কন্ট্রোল। বুধবার শহরে এখনও পর্যন্ত কোথাও কোন দুর্ঘটনা ঘটেনি।

যানচলাচল স্বাভাবিক আছে। তবে  আজ কোন মিটিং, মিছিল নেই। তবে, পুজোয় ঠাকুর দেখতে যাওয়ার সময় যাতে না কোন যানজট হয় সেই জন্য বিশেষ ব্যবস্থা করেছে লালবাজার ট্রাফিক কন্ট্রোল। তবে বুবার শহরের সর্বত্র যান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে , লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম।

WestBengalBangla

Oct 18 2023, 07:59

*চতুর্থীর দিন কেমন থাকবে আবহাওয়া?*


আজ চতুর্থী। কলকাতা সহ বিভিন্ন জায়গায় ঠাকুর দেখার ঢল নেমেছে। ওদিকে হঠাৎ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মেঘলা আকাশ। আবহাওয়া দফতর সূত্রে খবর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বৃষ্টি হতে পারে।

গত শুক্রবারই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গ থেকে বিদায় নিয়েছে। পুজোয় আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই রাজ্যের অধিকাংশ জায়গায়।

বুধবার দক্ষিণবঙ্গের কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। যদিও আগামীকাল পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ বাঁকুড়া, পুরুলিয়া , পশ্চিম বর্ধমানে ক্ষীণ বৃষ্টি হতে পারে৷ পুজোর সময় যে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া অফিস। আকাশে মেঘ জমলেও বৃষ্টি হবে না বলেই পূর্বাভাস। তৃতীয়া থেকে ষষ্ঠী পর্যন্ত শুষ্ক থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০.৬ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৪ ডিগ্রী সেলসিয়াস ।

WestBengalBangla

Oct 18 2023, 07:57

*আজকের রাশিফল ১৮ই অক্টোবর (বুধবার)*


 

 

মেষ রাশিফল (Wednesday, October 18, 2023)

প্রত্যেক মানুষের কথায় কান দিন, আপনি হয়তো আপনার সমস্যার সমাধান খুঁজে পেতে পারেন। আপনার অবাস্তব পরিকল্পনার ফলে অর্থের অভাব দেখা দিতে পারে। আপনি আপনার ঘরের পরিবেশে কোন পরিবর্তন করার আগে অন্যদের সম্মতি পেয়েছেন কিনা সে বিষয়ে নিশ্চিত হোন। প্রেম সংক্রান্ত বিষয়ে ভৃত্যসুলভ আচরণ করবেন না। আজ কর্মক্ষেত্রে আপনার ফুর্তি বাড়ির কোনো সমস্যার জন্য কম থাকবে। এই পরিমান ব্যাবসায়ীদের এইদিনে প্রবৃত্তি গুলিতে নজর রাখা প্রয়োজন ,সে আপনার ক্ষতি করতে পারে। আজকে আপনি আপনার জীবন সঙ্গীকে কিছু আশ্চর্যকর জিনিস দিতে পারেন,আজকে আপনি সব কাজ ছেড়ে উনার সাথে সময় কাটাতে পারেন। আপনার স্ত্রী কারণে আপনার ব্যস্ত সময়সূচির জন্য আপনার আনুগত্য সম্বন্ধে সন্দেহ করতে পারে, কিন্তু দিনের শেষে তিনি বুঝবেন এবং আপনাকে একটি আলিঙ্গন দেবেন।

প্রতিকার :- লকারে অল্প বাসমতি চাল ও রুপো রেখে দিলে আপনার আর্থিক উন্নতি ঘটবে।

বৃষভ রাশিফল (Wednesday, October 18, 2023)

নিজের মত জানাতে দ্বিধা করবেন না। আত্মবিশ্বাসের অভাব আপনার পরিস্থিতিকে আরো জটিল করে দেয় এবং আপনার অগ্রগতিকে আটকে দেয়। আত্মবিশ্বাস ফিরে পেতে নিজেকে মেলে দিন এবং সমস্যার মোকাবিলা করতে প্রাণ খুলে হাসুন। অর্থনৈতিকভাবে, আজ একটি মিশ্র দিন হতে চলেছে। আপনি আজ আর্থিক মুনাফা অর্জন করতে পারেন, আপনার শব্দটি সত্যই শক্তিশালী করে। বাচ্চারা আপনার সময় কঠিন করে দিতে পারে। আপনি ভালোবাসার অস্ত্রে তাদের উৎসাহিত করতে পারেন এবং অবাঞ্ছিত ঝামেলাও এড়াতে পারেন। মনে রাখবেন ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায়। আজ প্রেমের জীবন বিতর্কিত হতে পারে। সন্তোষজনক ফলাফল পেতে সুন্দরভাবে সবকিছু পরিকল্পনা করুন- অফিসের সমস্যা দূর করার চেষ্টা করতে গেলে আপনার মনে উত্তেজনার মেঘ নিয়ে আসবে। আজকে পুরো দিন আপনি খালি থাকতে পারেন আর টিভি তে কোনো সিনেমা বা প্রোগ্রাম দেখতে পারেন। বিবাহিত জীবন কিছু পার্শ্ব-প্রতিক্রিয়া নিয়ে আসে; আপনি আজ কিছুর সন্মুখীন হতে পারেন।

প্রতিকার :- প্রেম জীবনকে স্মরণীয় রাখতে আপনার প্রেমিককে লাল বা কমলা রঙের উপহার দিন।

মিথুন রাশিফল (Wednesday, October 18, 2023)

আপনার উচ্চ উদ্দীপনা সত্ত্বেও আপনি এমন কারোর অভাব অনুভব করবেন যিনি আজ আপনার সাথে থাকতে পারছেন না। অর্থ সংক্রান্ত বিষয়ে গ্রহনির্ভর স্থান আজ আপনার পক্ষে অনুকূল বলে মনে হচ্ছে না। সুতরাং, আপনার অর্থ নিরাপদ রাখুন। প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আপনার বোঝাপড়া বাড়িয়ে তোলার আদর্শ সুযোগ হবে সামাজিক অনুষ্ঠানগুলি। আপনার ভালোবাসার মানুষটি অত্যন্ত চাহিদাপূর্ণ ব্যবহার করায় প্রেম আজ গৌণ হয়ে দাঁড়াবে মনে হচ্ছে। আপনার কার্য দক্ষতা বাড়াতে নতুন প্রযুক্তি অবলম্বন করুন- আপনার শৈলী এবং কাজকর্ম করার অনন্য উপায়গুলি এমন মানুষজনকে আগ্রহী করবে, যারা আপনাকে কাছ থেকে দেখছেন। আজকে আপনি অফিস থেকে ঘরে আসার পর মন পছন্দ কাজ করতে পারেন। তাতে আপনি মনে শান্তি পাবেন। আপনি একটি সুন্দর রোমান্টিক দিন পেতে পারেন, কিন্তু কিছু শারীরিক সমস্যা পীড়া দিতে পারে।

প্রতিকার :- সর্ষের তেলে নিজের প্রতিছব্বি দেখে সেই তেল দিয়ে আটার তৈরি মিষ্টি বল ভাজুন ও তা পাখিদের খাওয়ান, এর ফলে আপনার আর্থিক পরিস্থির উন্নতি হবে।

কর্কট রাশিফল (Wednesday, October 18, 2023)

হৃদরোগীদের জন্য কফি ছাড়ার পক্ষে এটি সঠিক সময়। পরবর্তী যে কোন ব্যবহার আপনার হার্টে অহেতুক (অপ্রয়োজনীয়) চাপ সৃষ্টি করবে। যদিও আপনার আর্থিক অবস্থান উন্নত হয়েছে, তবুও টাকা বেরিয়ে যাওয়ায় আপনার প্রকল্পগুলির কার্যনির্বাহে বাধার সৃষ্টি করবে। আপনার পরিবারের হিতসাধনে কঠোর পরিশ্রম করুন। আপনার কাজকর্ম ভালোবাসা এবং ইতিবাচক মতাদর্শ মেনে চলা উচিত, লোভ দ্বারা নয়। আকাশ আরো উজ্জ্বল হবে, ফুল আরও রঙিন মনে হবে, আপনার চারপাশের সবকিছু চকমক করবে; কারণ আপনি প্রেমে পড়ে গেছেন! আপনার সহযোগিতামূলক স্বভাব কর্মক্ষেত্রে কাঙ্ক্ষিত ফলাফল আনতে পারে। এই রাশির লোকেদের আজকে নিজেকে বোঝা খুব দরকার।যদি আপনার মনে হয় আপনি বিশ্বের ভিড়ে হারিয়ে গেছেন তাহলে নিজের জন্য সময় বার করুন এবং নিজের ব্যাক্তিত্ব কে মূল্যয়ন করুন। আপনার জীবন সঙ্গী অভ্যন্তরীণ সৌন্দর্য আজ ধীরে ধীরে নির্গত হবে।

প্রতিকার :- প্রতিদিন সাদা কাপড় পরিধান স্বাস্থ্যের জন্য ভালো।

সিংহ রাশিফল (Wednesday, October 18, 2023)

অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে চেষ্টা করুন এবং এমন কিছু করুন যা আপনি উপভোগ করেন। আপনি রক্ষণশীল বিনিয়োগে সঞ্চয় রেখে আরো বেশি অর্থ উপার্জন করতে পারেন। বন্ধুবান্ধব এবং কাছের লোকেরা আপনার দিকে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবে। আপনার প্রেমিক/প্রেমিকার থেকে সরে থাকা অত্যন্ত কঠিন হবে। আপনার পেশার উপর আধিপত্য পরীক্ষিত হবে। পছন্দসই ফলাফল পেতে আপনাকে প্রচেষ্টায় মনোযোগ দিতে হবে। ছাত্রদের পরামর্শ দেওয়া হয় যে বন্ধুদের চক্করে মূল্যবান সময় যেন নষ্ট না করে। বন্ধু বান্ধব এর সাথে পরেও সময় কাটাতে পারবে কিন্তু পড়াশোনার জন্য এই সময়টা একদম সঠিক। দিনে একটি উত্তপ্ত তর্কের পরে, আপনি আপনার স্ত্রীর সঙ্গে একটি চমৎকার সন্ধ্যা কাটাবেন।

প্রতিকার :- প্রেম জীবনে সম্পূর্ণতার জন্য কোনো পশুর প্রতি হিংসা প্রদর্শন করবেন না। একই সাথে আপনাদের দুজনের নিরামিষ খাবার খাওয়া উচিত, এর ফলে আপনাদের জীবনে প্রেম বহুগুনে বৃদ্ধি পাবে।

কন্যা রাশিফল (Wednesday, October 18, 2023)

যে সমস্যা আপনাকে ঝামেলায় ফেলছে তা সমাধান করার জন্য আপনার বুদ্ধির বিচক্ষণতা এবং কূটনীতি প্রয়োজন। আপনি অর্থের গুরুত্বটি খুব ভালভাবেই জানেন, যে কারণে আপনি আজ যে অর্থ সঞ্চয় করছেন তা ভবিষ্যতে কার্যকর হবে এবং কোনও বড় সমস্যা থেকে বেরিয়ে আসবে। গৃহ প্রবেশের পক্ষে শুভ দিন। ভালোবাসা ইতিবাচক অনুভূতি দেখাবে। এমন মানুষদের সাথে হাত মেলান যারা সৃষ্টিশীল এবং আপনার অনুরূপ ধারণাপোষণ করেন। আপনার বিচক্ষণতায় অন্যরা সন্তুষ্ট হয়ে বেশি লভ্যাংশ প্রদান করবে। দিনটি আপনার বিবাহিত জীবনের জন্য সত্যিই দারুণ। আপনি আপনার সঙ্গীকে কতটা ভালবাসেন সেটা তাকে জানান।

প্রতিকার :- সবুজ রঙের পোশাক পরিধান করুন।

তুলা রাশিফল (Wednesday, October 18, 2023)

আপনার স্বাস্হ্য সম্বন্ধে বিশেষ যত্নবান হোন, বিশেষ করে উচ্চ রক্তচাপের রোগীরা। ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থান উন্নত হতে পারে। পরিবারের সদস্যদের সাথে একটি শান্তিপূর্ণ এবং নির্ঝঞ্ঝাট দিন উপভোগ করুন- যদি মানুষেরা সমস্যা নিয়ে আসে- তাহলে তাদেরকে উপেক্ষা করুন এবং এটি নিয়ে নিজের মনকে অশান্ত হতে দেবেন না। প্রেমের সুযোগগুলি (সম্ভাবনাগুলি) স্পষ্ট- কিন্তু ক্ষণস্থায়ী হবে। কোন নতুন প্রকল্প নেওয়ার আগে দুবার ভাবুন। আজকে ফাঁকা সময়ে নিরর্থক বিতর্কে আপনার সময় নষ্ট হতে পারে যেই কারণে আপনি দিনের শেষে মনমরা হয়ে পড়বেন। বিবাহিত জীবনে উচ্ছ্বাস পোষণের জন্য আজ আপনি প্রচুর সুযোগ পেতে পারেন।

প্রতিকার :- ব্যবসা বাণিজ্য ও ক্যারিয়ার এর উন্নতির জন্য কোনো ধর্মীয় স্থলে নিজের সেবা নিবেদন করুন।

বৃশ্চিক রাশিফল (Wednesday, October 18, 2023)

আপনার বিরাট আস্থা এবং সহজ কাজের সময়সূচী আপনাকে আজ আরাম করতে যথেষ্ট সময় দেবে। আজ, আপনাকে এমন বন্ধুরা থেকে দূরে থাকা দরকার যারা আপনাকে অর্থ ঋণ দিতে বলে এবং তারপরে এটি ফেরত দেয় না। আত্মীয়দের কাছে ছোট সফর আপনার ক্লান্তিকর দৈনিক কাজের সূচীর থেকে আরাম এবং হালকা মূহুর্ত আনবে। প্রেমের জীবন আপনি আজ আশীর্বাদ করবে বলে মনে হয়। যারা কর্মরত তাঁরা সাম্প্রতিক কৃতিত্বের জন্য তাদের সহকর্মীদের দ্বারা প্রশংসিত এবং সমর্থিত হবেন। ব্যাস্ত রুটিন তবুও আজকে আপনি আপনার জন্য সময় বার করতে সক্ষম হবেন।ফাঁকা সময়ে আজকে আপনি কিছু সৃজনী করতে পারেন। আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে আজ সত্যিই চমৎকার দেখাচ্ছে।

প্রতিকার :- ধর্মীয় স্থলে কালো সাদা তিলের দানা ও সাত রকমের শস্য দান করলে তা আর্থিক সমৃদ্ধির পথ প্রশস্ত করবে।

ধনু রাশিফল (Wednesday, October 18, 2023)

নিজের খাদ্য(তালিকা) নিয়ন্ত্রণের আওতায় রাখুন এবং শারীরিকভাবে সুস্থ থাকার জন্য ব্যায়াম করুন। অর্থ সম্পর্কিত যে কোনও সমস্যা আজই সমাধান হতে পারে এবং আপনি আর্থিক সুবিধা অর্জন করতে পারেন। বন্ধুবান্ধবদের সাথে সন্ধ্যাযাপন অত্যন্ত আমোদজনক এবং আনন্দময় হবে। আপনার ভালোবাসার মানুষ বা স্ত্রীর কাছ থেকে পাওয়া বার্তা অথবা একটি সুন্দর ‍যোগাযোগ আজকের দিনে আপনার মনোবল বাড়িয়ে তুলবে। আপনার নতুন জিনিস জানার প্রবণতা লক্ষণীয় হবে। আজকে আপনার বিনা কোনো কারণে কিছু লোকের সাথে গন্ডগোল হতে পারে।তার জন্য আপনার মেজাজ তো খারাপ হবেই তার সাথে আপনার মূল্যবান সময়ও খারাপ হবে। শুধুমাত্র একটু প্রচেষ্টার সঙ্গে, দিনটি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হতে পারে।

প্রতিকার :- দুস্থ এবং গরিব ছাত্র দেড় পেন, পেন্সিল ও খাতা দান করুন, এর ফলে আপনার স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব পরবে।

মকর রাশিফল (Wednesday, October 18, 2023)

স্বাস্হ্যের সমস্যার জন্য আপনি কোন গুরুত্বপূর্ণ কাজে যেতে অসমর্থ হওয়ায় কিছু প্রতিকূলতার সামনা করা সম্ভবপর। কিন্তু আপনাকে সম্মুখে চালিত করতে আপনার যুক্তি ব্যবহার করুন। আপনি আজ যথেষ্ট পরিমাণে অর্থের অধিকারী হবেন এবং এর সাথে মানসিক শান্তি থাকবে। আপনি আজ সম্ভবত আপনার বাড়ির মধ্যে এবং চারপাশে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন করবেন। ভালোবাসার ক্ষেত্রে আপনার রুক্ষ ব্যবহারের জন্য ক্ষমা প্রার্থনা করুন। আপনার বরিষ্ঠদেরও সহজভাবে নেবেন না। এই রাশির লোকেদের আজকে নিজেকে বোঝা খুব দরকার।যদি আপনার মনে হয় আপনি বিশ্বের ভিড়ে হারিয়ে গেছেন তাহলে নিজের জন্য সময় বার করুন এবং নিজের ব্যাক্তিত্ব কে মূল্যয়ন করুন। আজ, আপনার এবং আপনার স্ত্রীর মধ্যে অভিমান শুধুমাত্র একটি সুন্দর মনোরম স্মৃতির জন্য থেমে যেতে পারে। সুতরাং, একটি উত্তপ্ত তর্কের সময় পুরানো সুন্দর দিনের কথা মনে রাখতে ভুল করবেন না।

প্রতিকার :- সুন্দর স্বাস্থ্যের জন্য সূর্যোদয়ের সময় বা প্রাতঃকালে সূর্য প্রণাম করুন।

কুম্ভ রাশিফল (Wednesday, October 18, 2023)

হতাশ এবং অবসাদগ্রস্ত হবেন না। ব্যস্ততার মধ্যে বিনিয়োগ করবেন না- তাতে লোকসান হবেই যদি না আপনি বিনিয়োগ সময় সব দিক লক্ষ্য রাখেন। যদি আপনি একটি পার্টির পরিকল্পনা করেন তাহলে আপনার সবথেকে ভাল বন্ধুদের আমন্ত্রণ জানান- সেখানে অনেক মানুষই থাকবে যারা আপনাকে উৎসাহিত করবে। কোন আকস্মিক বার্তা আপনাকে মিষ্টি স্বপ্ন দেখাবে। আপনি কোনো সমস্যা ছাড়াই সব কিছু সামলাতে সক্ষম হবেন এবং আজ একজন স্পষ্ট বিজয়ী হিসাবে নিজেকে তুলে ধরবেন। আজ আপনার করা স্বেচ্ছামূলক কাজ শুধু যে আপনাকে যারা সহায়তা করেন তাদেরকে সাহায্য করবে তাই নয় বরং নিজেকেও ইতিবাচকভাবে দেখতে আপনাকে সাহায্য করবে। আজ আপনি আপনার বিবাহিত জীবনের সেরা দিনের সম্মুখীন হবেন।

প্রতিকার :- সপ্তমুখী রুদ্রাক্ষ পরিধান করলে স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব দেখা দেবে।

মীন রাশিফল (Wednesday, October 18, 2023)

সুস্বাস্হ্য আপনাকে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে সক্ষম করবে। যে কোনও জায়গায় বিনিয়োগ করা লোকেরা আজ আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। অপ্রত্যাশিত অতিথিরা আজ সন্ধ্যায় আপনার বাড়িতে ভিড় করবে। আপনি যদি আপনার প্রেমিকাকে বিয়ে করতে চান তবে আপনার আজ তাদের সাথে কথা বলা দরকার। তবে আপনার সম্পর্কে তারা আগে থেকেই কেমন অনুভূত হয় সে সম্পর্কে আপনার ধারণা থাকা উচিত। ব্যবসার সঙ্গে আনন্দকে মেশাবেন না। দিনটা ভালোই কাটে,আজকে নিজের জন্য সময় বার করুন আর নিজের ঘাটতি এবং ভালোর সন্ধান করুন।এটি আপনার ব্যাক্তিত্বৰ মধ্যে ইতিবাচক পরিবর্তন আনবে। আপনার স্ত্রী আপনার হৃদয়ের কথা শোনার জন্য আপনাকে প্রচুর সময় দেবেন।

প্রতিকার :- সংসারে সুখ বজায় রাখতে হনুমান মন্দিরে বুঁদি এবং লাড্ডু নিবেদন করুন।

WestBengalBangla

Oct 17 2023, 18:36

*বাটা স্পোর্টস ফুটবল ময়দানে রোনাল্ডিনহো-অভিষেক*


 নিজস্ব প্রতিনিধি : ফুটবল প্রীতি ম্যাচে তৃতীয়ার বিকেলে জমজমাট দক্ষিণ ২৪ পরগণার বাটানগর স্পোর্টস স্টেডিয়াম।কালো জার্সির ব্রাজিলিয়ান ফুটবল তারকা রোনাল্ডিনিহোর সাথে কালো টি-শার্ট পড়ে মাঠ ঘুরতে দেখা গেল অভিষেক বন্দোপাধ্যায়কে। এদিন মন্ত্রী সুজিত বসুর শ্রীভূমির সাথে প্রীতি ম্যাচ খেলল ডায়মন্ড হারবার এফসি ক্লাব।মঙ্গলবার রোনাল্ডিনহো কে বাটানগরের মাঠে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ডায়মন্ডহারবারের লোকসভার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, দমকল মন্ত্রী সুজিত বসু, তৃণমূলের রাজ্য সভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন-সহ স্থানীয তৃণমূল নেতৃত্ব। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বললেন ব্রাজিলিয়ান তারকা। রোনাল্ডিনহোর হাতে তুলে দেওয়া হয় ডায়মন্ডহারবার এফসি ক্লাবে লাইফ টাইম মেম্বারশিপ ও মা দুর্গার একটি মূর্তি। 

ব্রাজিলিয়ান ফুটবল তারকাকে একঝলক চোখে দেখার জন্য হাজির হয়েছিলেন বহু মানুষ। আর তাঁর নিরাপত্তার ক্ষেত্রে যাতে কোনও খামতি না থাকে সেই জন্য সব রকম ব্যবস্থা করেছিল জেলা প্রশাসন।

ছবি: সঞ্জয় হাজরা (খবর কলকাতা)।

WestBengalBangla

Oct 17 2023, 17:45

*"বস্তি" নামের বদলে নয়া নামকরণ মুখ্যমন্ত্রীর*


এদিন মুখ্যমন্ত্রী ‘আমরা সকল পল্লী সমিতি’ ক্লাবের নাম নিয়ে বলেন, “এটাকে বস্তি বলবে না, এটা মাটির কুটির বলবে। বস্তি নামটা এখন থাকবে না। “উত্তরণ” নাম টা দিও। “বস্তি” নাম টা দিও না। আমার খুব ভাল লাগে বস্তির মানুষ দের। তাদের মধ্য যে ভালোবাসা, এই ভালোবাসা কোথায় পাবে?”

মুখ্যমন্ত্রী নির্দেশ পেয়ে ফিরহাদ হাকিম জানালেন, পুরনিগমে তিনি এই শব্দটি ঠিক করে নেবেন। মমতার প্রস্তাব, এগুলিকে যেন উত্তরণ-১, উত্তরণ-২, উত্তরণ-৩… এভাবে নামকরণ করতে। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

WestBengalBangla

Oct 17 2023, 17:29

*GURBAZ REPRIMANDED FOR BREACHING ICC CODE OF CONDUCT*

Sports News 

 World Cup,2023 

 

 

SB News bureau: Afghanistan player Rahmanullah Gurbaz has been handed an official reprimand for breaching Level 1 of the ICC Code of Conduct during their ICC Men’s Cricket World Cup league match against England in Delhi on Sunday.

Gurbaz was found to have breached Article 2.2 of the ICC Code of Conduct for Players and Player Support Personnel, which relates to “abuse of cricket equipment or clothing, ground equipment or fixtures and fittings during an International Match.”

In addition to this, one demerit point has been added to Gurbaz’s disciplinary record, for whom it was the first offence in a 24-month period.

The incident occurred in the 19th over of Afghanistan’s innings, when after his dismissal, Gurbaz slammed his bat on the boundary rope and a chair.

Gurbaz admitted the offence and accepted the sanction proposed by Jeff Crowe of the Emirates ICC Elite Panel of Match Referees, so there was no need for a formal hearing.

On-field umpires Rod Tucker and Sharfuddoula Ibne Shahid, third umpire Paul Reiffel and fourth umpire Paul Wilson levelled the charge.

Level 1 breaches carry a minimum penalty of an official reprimand, a maximum penalty of 50 per cent of a player’s match fee, and one or two demerit points.

WestBengalBangla

Oct 17 2023, 16:37

*৬৯ তম জাতীয় পুরস্কার বিতরণীতে চাঁদের হাট*


ঘোষণা আগেই হয়েছে ৷ এবার পুরস্কার হাতে তুলে দেওয়ার পালা ৷ নয়াদিল্লির বিজ্ঞান ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৬৯ তম জাতীয় পুরস্কার বিজেতাদের হাতে তুলে দেবেন অ্যাওয়ার্ড ৷মঙ্গলবারের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর ৷

দাদাসাহেব ফালকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করা হবে প্রখ্যাত অভিনেত্রী ওয়াহিদা রহমানকে ৷ অন্যদিকে, ২০২১সালের ছবি 'রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট' ছবির জন্য সেরা ফিচার ফিল্ম পুরস্কার আর মাধবনের হাতে তুলে দেওয়া হবে ৷ অন্যদিকে, বিবেক অগ্নিহোত্রী 'কাশ্মীর ফাইলস' ছবির জন্য পেতে চলেছেন নারগিস দত্ত অ্যাওয়ার্ড ৷

WestBengalBangla

Oct 17 2023, 11:02

বোনাস বিবাদের জেরে বন্ধ হয়ে গেল ডুয়ার্সের ৩টি চা বাগান‌‌

 এসবি নিউজ ব্যুরো: পুজোর মুখে বোনাস বিবাদের জেরে বন্ধ হয়ে গেল আলিপুরদুয়ার জেলার ডুয়ার্সের ৩ টি চা বাগান‌‌। এদিন জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের দলমোর চা বাগান, জয় বীরপাড়া চা বাগান ও কালচিনি ব্লকের দলসিংপাড়া চা বাগান বন্ধ হয়ে গিয়েছে।সাসপেনশন অফ ওয়ার্ক ও অপারেশনের নোটিস ঝুলিয়ে বাগান ছেড়ে চলে গেছে বাগান কৃতপক্ষ।

এর ফলে অনিশ্চিতায় পড়েছে এই ৩ টি চা বাগানের প্রায় আড়াই হাজার থেকে বেশি শ্রমিক পরিবার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,বোনাসের দাবিতে এই ৩টি চা বাগানে চলছিল শ্রমিক অসন্তোষ। শ্রমিকরা কাজ বন্ধ করে বিক্ষোভ দেখাচ্ছিল। আজ দেখা গেল বাগানে কোন ম্যানেজার নেই, তারা বাগান ছেড়ে চলে গিয়েছে। 

এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে জেলার তৃণমূল, বিজেপি সহ সমস্ত শ্রমিক সংগঠনের নেতৃত্ব। তারা জানান ,এই অমানবিক মালিকরা শ্রমিকদের জন্য ভাবেনা। কাজ করানোর সময় তারা ঠিক কাজ করিয়ে নেয়।কিন্তু যখন কাজের পারিশ্রমিক দেওয়ার সময় আসে , তখন তারা পালিয়ে যায়। পুজোর মুখে বিপন্ন এই শ্রমিক পরিবারগুলো।